কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ বাঁচামিয়ার ঘোনা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি একই এলাকার আব্দু রশিদ (৫০)।
শুক্রবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দু রশিদের ছেলে আয়ুব একজন মাদকাসক্ত। এনিয়ে তাদের পরিবারে প্রায় সময় ঝগড়া হয়৷ সর্বশেষ শুক্রবার বিকালে ছেলের মাদক সেবন নিয়ে ঝগড়া হয় ছেলে ও পিতার মাঝে। ঝগড়ার এক পর্যায়ে ছেলে আয়ুব পিতা আব্দু রশিদকে ডানকানের পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
















