চট্টগ্রাম: চট্টগ্রামে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যাদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনকে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।’
এ নিয়ে চট্টগ্রামে ৩৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হল, যার মধ্যে একজন মারা গেছেন। আক্রান্ত ৩২ জন নগরীর এবং বাকি ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী, ১৮ জন পুরুষ এবং একজন শিশু।