চট্টগ্রাম: চট্টগ্রামে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (১১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানায়। এর আগে গতকাল মঙ্গলবার (১০ জুন) তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, ২৭ বছর বয়সী এক পুরুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার নমুনা সিটির একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি সিটির বাসিন্দা।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, চট্টগ্রামে কয়েক দিনে মোট ৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া, আক্রান্তদের তিনজন সিটির বাসিন্দা ও আরেকজন মীরসরাই উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা মোতাবেক আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণে রেখেছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।’