মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার সেমি-ফাইনালের লড়াই। ভোরে প্রথম সেমি-ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে পেরুর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
এবারের কোপা অ্যামেরিকায় বেশ চমক জাগানিয়া দল পেরু। অনেকটা দুর্বল দল হয়েও সেমি ফাইনালে জায়গা করে নেয়ায় এতটা হালকা ভাবেও নিচ্ছে না ব্রাজিল।
যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুকেই ৪-০ ব্যবধানে হারায় তিতের শিষ্যরা। এছাড়া গ্রুপের খেলায় ৪টি ৩টি ম্যাচে জয় পায় ব্রাজিল। ড্র করে একটি ম্যাচে। তাতে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।
কোয়ার্টার ফাইনালেও চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় ব্রাজিল। জয় পেতে কিছুটা বেগ পেলেও সেমি-ফাইনালে তুলনামূলক সহজ দলই পেয়েছে বলা যায়।
অন্যদিকে গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে হারের বদলা নেয়ার বড় সুযোগ পেরুর সামনে। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে ট্রাইবেকারে বিদায় করে পেরু।
এর আগে ব্রাজিল-পেরু মুখোমুখি হয়েছে ৪৯ ম্যাচে। যেখানে ৩৫টিতেই জয় পায় ব্রাজিল আর পেরু জিতেছে মাত্র পাঁচটি ম্যাচে। কোপা আমেরিকায় দু’দলের ২০ বারের দেখায় ব্রাজিলের ১৪ জয়ের বিপরীতে পেরুর জয় ৩ ম্যাচে।