কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: ঈদুল আজহায় কক্সবাজারের উখিয়া উপজেলায় অনুমতি ছাড়া কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
অস্থায়ী পশুর হাট বসাতে আগ্রহীদের আগামীকাল মঙ্গলবার (৬ জুলাই) বিকেল পাঁচটার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।
করোনার সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে পশুর হাট স্থাপনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
রোববার রাতে তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, ‘সম্ভাব্যতা যাচাই শেষে শুধু উপযোগী অস্থায়ী হাটের প্রস্তাব জেলা প্রশাসকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বছর সড়কে বাঁধা সৃষ্টি করে এমন কোনো অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অস্থায়ী পশুর হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উখিয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১৫ হাজার। চাহিদা পূরণে উখিয়ায় ৩৫০ খামারসহ গৃহপালিত প্রচুর গবাদি পশু রয়েছে।