কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হিমছড়ি ছোট ঝর্ণা এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।তবে, ভোরে পাহাড় ধস হওয়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও হয়নি।
পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে সড়কে নির্মাণ কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক স্কেভেটর দিয়ে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
উক্ত সড়কে চলাচলরত সিএনজি চালক আবুল কাশেম জানান, সকালে একজন রোগী নিয়ে সোনাপাড়া থেকে কক্সবাজার যাওয়ার পথে হিমছড়ি পৌছালে দেখা যায় সড়কের উপরে বিশাল আকারের পাহাড় ধসে সড়ক ভরাট হয়ে আছে। খবর পেয়ে হিমছড়িতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শনিবার সকাল সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে দিলে পুরোদমে যান চলাচল স্বাভাবিক হয় । এর আগে সকাল থেকে ৪ ঘন্টা উক্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।