বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন পৌরসভার মিরেরখিলের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও সন্ত্রাসী তান্ডবের সময় ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৮ জন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১ জুলাই) সাড়ে দশ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল উক্ক স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র্যাব সদস্যরা ৮ জন আসামীকে গ্রেফতার করে।
আটককৃত আসামীরা হলেন, মোঃ ফুরকান মিয়া (৩৩), সামাদ মিয়া (২৩), মোঃ জাবেদ (২৫), মোঃ কামরুল হাসান ঈমন (২৪), শাহাবুদ্দিন (১৮), শাকিল (১৮), হৃদয় (২২) এবং মোঃ নয়ন (২৪)।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মিরেরখিলের মোহাম্মদপুর এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থানকারীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।
এদের কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ০১ রাউন্ড গুলি ০৩ টি কিরিচ, ০৪ টি চাকু এবং বিপুল পরিমান লাঠি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত স্থানে বাড়ির মালিক খুরশিদ আলম তারা পাঁচ ভাই। তারা সকলে দুবাই প্রবাসী এবং বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবৎ তাদের মাঝে বিরোধ চলছে। এরই জের ধরে তার অন্যান্য ভাইয়েরা বেশ কিছু ভাড়া করা সশস্ত্র সন্ত্রাসী দিয়ে ভিকটিম এর বাড়ি লুন্ঠন, ভাংচুর, নাশকতা ও সন্ত্রাসী তান্ডব পরিচালনা করার জন্য পাঠায়।
স্থানীয়দের মধ্যস্থতায় উক্ত পারিবারিক সমস্যা একাধিকবার সমাধানের উদ্যোগ গ্রহণ করা হলেও অন্যান্য ভাইয়ের অসহযোগীতার কারণে তা মিমাংসা হয় নি তাই সকালে অন্যান্য ভাইয়েরা নাশকতার উদ্দেশ্য উক্ত স্থানে একদল সশস্ত্র সন্ত্রাসী পাঠায়।
এদিকে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে