চট্টগ্রাম: দৈনিক বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক রেজা মুজাম্মেলের বাবা মুহাম্মদ আবদুল কাদের সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার (১৩ মে) ভোরে সিটির আন্দরকিল্লাস্থ বাসায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি চার পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুল কাদের বহু দিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (১৩ মে) বাদে আছর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাফড়ী গ্রামে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবদুল কাদেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দীন রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসীন কাজী ও নির্বাহী সদস্য আজহার মাহমুদ, নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন, চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাজীব।
পৃথক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
















