চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাহুল সাহা (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অর্পিতা (২১) নামে আরেকজন। শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল সাহার বাড়ি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায়। তবে, তিনি থাকতেন আন্দরকিল্লার রাজা পুকুর পাড় এলাকায়। আহত অর্পিতার বাড়ি কোতোয়ালি এলাকার এনায়েত বাজারের গোয়ালপাড়া বলে পুলিশ জানিয়েছে।
ব্যাপারটি নিশ্চিত করেছেন বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের মজুমদার।
বিশ্বরোড ফায়ার সার্ভিস ক্যাম্পের সদস্য মফিজুর রহমান বলেন, ‘আচমকা শব্দ শুনে গিয়ে দেখি রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলসহ যুবক ও যুবতী পড়ে আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের নেয়ার পর চিকিৎসক ছেলেটিতে মৃত ঘোষণা করেন ও মেয়েটিতে ওয়ার্ডে ভর্তি দেন।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নুরুল আলম আশেকী বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাহুলকে মৃত ঘোষণা করেন ও অর্পিতাকে হাসপাতালের ২১ নম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
















