চট্টগ্রাম: জাতীয় স্মার্ট আইডি কার্ডে চীপসের নীচে সব মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর’ শব্দটি সংযোজনের বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, আওতাধীন থানা ও প্রাতিষ্ঠানিক কমান্ডের উদ্যোগে মত বিনিময় সভা শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিটির দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের কোতোয়ালী থানা নির্বাচন অফিসার মেহেদী হাসান। স্মার্ট আইডি কার্ডে মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর’ শব্দটি সংযোজন করতে হলে প্রযোজনীয় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ মারূফ, সদস্য বীর মুক্তিযোদ্ধা অরুণ দাশ সাথী, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবচার, কোতোয়ালি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর, খুলশী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ, বাকলিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, হালিশহর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, আকবর শাহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম উল্লাহ, পতেঙ্গা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জাগির হোসেন, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহামদ মিয়া, ডবলমুরিং সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বন্দর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, ইপিজেড কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু।
সভায় মেহেদী হাসান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি ফরম দেন ও আবেদনের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসেব কি কি দিতে হবে, তা সুন্দরভাবে বুঝিয়ে দেন।
















