নাংগলকোট, কুমিল্লা: ‘আত্মশুদ্ধির, আত্মোপলব্ধি ও রুহের চিকিৎসার কাজ করে যাচ্ছে মোকারা দরবার শরীফ।’
শনিবার (২ মার্চ) রাতে কুমিল্লার নাংগলকোটে অবস্থিত মোকারা দরবার শরিফের দুই দিনের ৭৮তম বার্ষিক মাহফিলের সমাপনি দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘পথহারা যুবক ও অন্ধকারে নিমজ্জিত লাখো মানুষকে আলোরপথে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে হক্কানি রাব্বানী আলেম ও আওলিয়াগন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলে ইলমে দ্বীন প্রচার ও আধাত্মিকতার আঞ্জাম দিচ্ছেন মোকারা দরবার ও মোকারা কামিল মাদ্রাসা। অন্যায় অপরাধে নিমজ্জিত মৃত রুহকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে রুহের চিকিৎসার কাজ করছে মোকারা দরবার শরীফ।’
মুমিনের সদিচ্ছা তার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘তাসাওউফ বা আত্মশুদ্ধি, মুমিন জীবনের সাথে সংশ্লিষ্ট একটি অনুষঙ্গ। আত্মিক উন্নতি ছাড়া মুমিন নিজেকে শয়তানের ধোঁকা থেকে, নফসের কবজা থেকে হেফাজত রাখতে পারে না। মুমিনের আত্মিক উন্নতির এ মাধ্যমই হল তাসাওউফ বা আত্মশুদ্ধি।’
তিনি উল্লেখ করেন তাসাউফ বা আত্মশুদ্ধির সঠিক নির্দেশনা ও ইলমে মারেফাত এর দায়িত্ব পালনে রাহাবারের দায়িত্ব পালন করছেন এ দরবারের সাজ্জাদানশীল পীর শাহ মুহাম্মদ নেছার উদ্দীন ওয়ালিউল্লাহি। আমি পীরের সুসাস্থ্য ও দরবারের সার্বিক সফলতা কামনা করি।
একই দিনে দুপুর দুইটায় কুমিল্লা অঞ্চলের ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস ও সর্বস্তরের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা করেন মুহাম্মদ আব্দুর রশীদ।
সভায় শিক্ষকদের উদ্দেশ্যে তিন বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধভাবে মাদ্রাসা শিক্ষার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করার জন্য অভিভাবকদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন।’