প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। এর আগে তারা এ কর্মসূচি স্থগিত করেছিলেন।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তারা এ ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রশাসনের পক্ষ থেকে ৮ দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে।’
পাশাপাশি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পরই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘অবরোধ প্রত্যাহারের পর এলাকায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে, দোকানপাট খুলেছে, মানুষজন কেনাকাটা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বের মতই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ আছে।’
উল্লেখ্য, গেল ২৩ সেপ্টেম্বর এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতা মিছিল, সমাবেশ ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। এ আন্দোলনের সময় খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়লে গুইমারায় তিনজন নিহত হন।