চট্টগ্রাম: জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রতিনিধি সভা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সিটির এনায়েত বাজার মহিলা কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি গোপাল কৃষ্ণ লালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ, রথীন সেন, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী।
আসর প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য দেন স্বর্ণালী খেলাঘরের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, ঊষার আলো আসরের সভাপতি জোাবেদা খানম, পদ্মকুঁড়ি আসরের সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, বৈশাখী আসরের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কপোতমালা আসরের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, বালুকাবেলা আসরের সাধারণ সম্পাদক সুমন তালুকদার, জলসিঁড়ি আসরের আহবায়ক দীপঙ্কর রুদ্র, নীলাম্বরী আসরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান।
সভায় বক্তারা বলেন, ‘বাঙালি সংস্কৃতির ধারক ও বাহকের প্রোজ্জ্বল উওরাধিকার ‘খেলাঘর। ’৫২এর ভাষা আন্দোলনের চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’র অগ্রযাত্রা সূচিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ দেশের শিশু-কিশোরদের ‘সুস্থ সুন্দর ও আনন্দময় শৈশব’ গঠনের লক্ষ্যে খেলাঘর পার করেছে গৌরবের ৭২বছর। খেলাঘরের মূল লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে। খেলাঘরের এ সুদীর্ঘ পথ পরিক্রমায় শিশু-কিশোরদের সুযোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য সারা দেশে বিপুল সংখ্যক সংগঠক ও কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’
প্রসঙ্গত, আগামী ৯ মার্চ বিকাল তিনটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষ থেকে শিশু-কিশোর আন্দোলনে ভূমিকা রাখার জন্য ‘খেলাঘর’কে জয় বাংলা ইয়থ অ্যাওয়ার্ড-২০২৩ দেয়ায় খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য খেলাঘর চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
















