হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাহাত নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর সদরের নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহাত পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বদু চৌধুরী বাড়ির শরাফাত উল্লাহ টিপুর ছেলে।
স্থানীয়রা জানান, নুর মসজিদের পশ্চিম পাশে মাওলানা হাবিবুল্লাহ সাহেবের বাড়িতে চুরি করতে যায় ওই যুবক। এ সময় আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে চোর-চোর বলে চিৎকার দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারীর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
















