সীতাকুণ্ড, চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) আইডিবি স্কলারশিপধারী শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি শিক্ষার্থীদের স্কলারশীপের সুযোগ কাজে লাগিয়ে একাডেমিক ক্যারিয়ার উন্নত করার পরামর্শ দেন।
আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিবি ইভায়লুয়েশন স্পেশালিস্ট ইহতেশাম উল হাসান, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর কাজী দ্বীন মোহাম্মদ, আইডিবি রিজিওনাল হাব ঢাকা প্রজেক্ট ম্যানেজম্যান্ট স্পেশালিস্ট রবিউল ইসলাম।
আইআইইউসি ইন্টারন্যাশনার অ্যাফেয়ার্স এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সালেহ জহুর, শরীয়াহ ফ্যাকাল্টি ডীন প্রফেসর মোস্তফা কামিল মাদানি, সেন্টার ফর রিসার্চের ডিরেক্টর জেনারেল প্রফেসর নাজমুল হক নদভী, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার। সভা সঞ্চালনা করেন আইএএসডব্লিউডির ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজুর রহমান।
এর আগে, আইডিবি মিশনের সাথে আইআইইউসি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মত বিনিময় অনুষ্ঠিত হয়।
















