মিয়ানমার থেকে আসা দুটি হাতি চার দিন পর নাফ নদীর মোহনা থেকে উদ্ধার করেছে টেকনাফ বন বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে হাতি দুটিকে রশিতে বেঁধে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযানে বিকেল ৫টার দিকে শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া সৈকত থেকে দুটি মাছ ধরার ট্রলারের মাধ্যমে হাতি দুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হাতি দুটির মধ্যে একটি মা ও অপরটি বাচ্চা।
উদ্ধারের পর হাতি দুটিকে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত শনিবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া প্যারাবনে হাতি দুটিকে প্রথম দেখতে পান স্থানীয়রা। বন বিভাগ ওই দিন রাতে হাতি দুটিকে বনে ঢুকিয়ে দেয়ার দাবি করে।
তবে রাত পেরোলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাটসংলগ্ন নাফ নদীর চরে হাতি দুটি দেখতে পান স্থানীয় লোকজন। এরপর বন বিভাগ ও স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে কিছুক্ষণ সাগরে আবার কিছুক্ষণ সমুদ্র উপকূলে অবস্থান নিচ্ছিল হাতি দুটি।