কাজী জুয়েল হোসাইন, বান্দরবান সদর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১৬ জন। আক্রান্তদের মধ্যে ১৬জন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৪শত ৬৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬ হাজার ৯শ ২৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৮২জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং ১০১৩জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫১জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ৫৬জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।