নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি সদর আ.লীগের সভাপতি সনজিব ত্রিপুরার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর আ.লীগ কার্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
খাগড়াছড়ির সর্বস্তরের জনসাধারণে’র ব্যানারে আয়োজিত সদর আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- পেরাছড়া এলাকার রয়েল ত্রিপুরা, ছাত্রলীগের আহবায়ক টুটুল ত্রিপুরা, পৌর অওয়ামী লীগের মানিক পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল্লা হিরু, জেলা দপ্তর সম্পাদক চন্দন দে, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।
সমাবেশে হামলাকারীদের প্রতি তীব্র নিদ্রা জানিয়ে বলেন, হত্যার উদ্দ্যোশ্যে হামলা করা হয় তাঁকে। আমরা আর ঘরে বসে নেই। হামলাকারীদের প্রতিহত করতে হবে। ভভিষ্যতে কোন হামলা করা হলে পরিনাম ভয়াবহ হবে।
বক্তারা আরও বলেন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পাহাড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাহাড়ে জান মালের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এছাড়া অবিলম্বে সনজীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয় এ সময়।
উল্লেখ্য, আজ সকালে সদর আ.লীগের সভাপতি সনজিব ত্রিপুরা যাত্রীছাউনীর কাজে পরিদর্শনে আসলে ওই সময় ইউপিডিএফ (প্রসীত) এর একটি বাহিনী অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবী করলে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এলাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
















