খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে নদীর পানিতে গোসল করতে নেমে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে পানছড়ি উপজেলার কলেজ গেট এলাকার চেঙ্গি নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- পানছড়ির সত্যধন পাড়ার (কলেজ গেট এলাকার) পুর্ণ সাধন চাকমার মেয়ে পরসা চাকমা (১১) ও ছেলে পিবির চাকমা (২) এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
স্থানীয়রা জানান, চেঙ্গী নদীতে দুপুরে গোসল করতে নামে শিশু পিবির চাকমা, তার বোন পরসা চাকমা ও তাদের খেলার সাথী জরজরি চাকমা। এক পর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।