নিমতলা প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বন্দর কলেজ মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য শাহনেওয়াজ শাকিনের সভাপতিত্বে ও শাওন আহমেদ কমরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট এবং বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃইসমাঈল সর্দার,সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃইমতিয়াজ বাবলা,৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগনেতা মোঃনিজাম উদ্দীন,মোঃদিদার উদ্দীন,মোঃমাসুদুল আলম জিকু,সর্দার জসিম উল্লাহ,৩৬ নং ওয়ার্ড যুবলীগনেতা সালাউদ্দিন রনি,শাহাজান বাপ্পী,রবিউল হোসেন তানিম।
আরো উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড যুবলীগনেতা আলী নূর রুবেল,আরিফুল হক,ইব্রাহিম খলিল সাদ্দাম,শহীদুল আলম এমিলি,মোঃসাইমন,আয়োজক কমিটির সদস্য মোঃলিটন,অপু,টিপু,মোঃশাখাওয়াত সহ প্রমুখ।
শুক্রবার উদ্বোধনী খেলায় নিমতলা চ্যালেঞ্জারস প্রতিদ্বন্দ্বিতা করবে রনি বিল্ডারসের সাথে।
















