মো. জুয়েল হোসাইন বান্দরবান সদর প্রতিনিধি :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান শাখার বার্ষিক সাধারণ সভা আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
সমিতির চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রধান অতিথি ছিলেন স্হানীয় সরকারের উপ- পরিচালক মো. লুৎফর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান অবসর প্রাপ্ত সরকারী কল্যাণ সমিতি’র উপদেষ্টা ও বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরায়েজি,বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, সমিতির সিনিয়র সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা।
সমিতির সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তীর সঞ্চলনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কায়েছ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন সমিতির ভাইস-চেয়ারম্যান আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুচ্ছা শিকদার,সমিতির সিনিয়র সদস্য আবদুল মান্নান, সদস্য ছালেহ আহামদ, সদস্য শাহালম মাস্টার, সদস্য এডভোকেট জয়নাল আবেদীন ভূইয়া, সদস্য মিসেস আলিমা খাতুন, সদস্য শৈউপ্রু র্মামা, সদস্য মোঃ আবুল কালাম, সদস্য মোঃ আব্দুল হক প্রমুখ।
সভায় সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
বক্তরা সমিতির কার্যক্রম পরিচালনায় সকল সদস্যবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানান।