বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের কথা উল্লেখ থাকলেও আজ পর্যন্ত তেমন কোনো আইন হয়নি।
আইন না হওয়ার কারণে গত দুই মেয়াদে রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। সেই কমিটি সম্ভাব্য ব্যক্তিদের তালিকা দেয়ার পর রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন।
এবার আগামী ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা শুরু করবেন বলে জানা গেছে। বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে আলোচনা দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে।
রাষ্ট্রপতির সাথে আলোচনার ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, রাষ্ট্রপতির দপ্তর থেকে ২০ ডিসেম্বর বৈঠক হওয়ার বিষয়ে মেসেজ দেওয়া হয়েছে। তবে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা ঘোষণা দেওয়া হয়নি।
















