নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন যারা।
বড়উঠান ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, শিকলবাহা ইউনিয়নে নৌকা পেয়েছেন আব্দুল করিম, জুলধা ইউনিয়নে নৌকা পেয়েছেন হাজী মুহাম্মদ নুরুল হক এবং চরলক্ষ্যা ইউনিয়নে নৌকা পেয়েছেন মো.সোলাইমান তালুকদার।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
			
		    















