ফের ওপেনিংয়ে হতাশ করল বাংলাদেশ। বেশিক্ষণ স্থায়ী হলো না মোহাম্মদ নাঈম ও লিটন দাসের ওপেনিং জুটি। দলীয় ২২ রানে নাঈমের বিদায়ে ভাঙে প্রথম জুটি। এরপর ওয়ান ডাউনে নেমে গোল্ডেন ডাকে ফিরে গেছেন সৌম্য সরকার।
এরপর মুশফিকুর রহিমকেও হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে বাংলাদেশ।
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ একাদশে নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর চমক হিসেবে দলে সুযোগ পেয়েছেন শামীম হোসেন।
চোটের কারণে ম্যাচটিতে অনুমিতভাবেই নেই সাকিব আল হাসান। বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন। বিশ্বকাপে এটাই তাঁর প্রথম ম্যাচ। এ ছাড়া এই ম্যাচেও নেই উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গত ১৪ বছর ধরে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত জয়হীন লাল-সবুজের দল। বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন থেকেও প্রায় ছিটকে গেছে তারা। তবে শেষ ম্যাচগুলো থেকেও পাওয়ার আছে বাংলাদেশের। কারণ এই জয়গুলো নির্ধারণ করবে বিশ্বকাপের আগামী আসরে সরাসরি খেলার টিকেট।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে এবারের দুই ফাইনালিস্ট। তাদের সঙ্গে থাকবে ফাইনালের পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের বাকি শীর্ষ ৬ দল। এই মহূর্তে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। তাই সেরা আটে থাকতে হলে অন্তত একটি জয় চাই বাংলাদেশের।
















