মোঃ শহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বান্দরবান সদর উপজেলার আওতাধিন বান্দরবান সদরসহ সাতটি টি ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫২টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকার চেক অর্থ এবং ঢেউটিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ জুন) সোমবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনাব তৌছিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, সদর বান্দরবান পার্বত্য জেলার সভাপতিত্বে এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার সুয়ালক ইউ.পি, রাজবিলা ইউ.পি, টংকাবতী ইউ.পি. সদর ইউ.পি, কুহালং ইউ.পি এবং বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড এর বসবাসকারী দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫২ টি পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা ও ১ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়।
উক্ত মানবিক সহায়তা কর্মসুচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগিদের হাতে মানবিক সহায়তার তিন হাজার টাকার চেক এবং ১ বান্ডেল করে ডেউটিন তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য মন্ত্রী বলেন, শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য এলাকার জনপদে উন্নয়নের ছোয়া লেগেছে, দেশের বিভিন্ন দুর্যোগে সরকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এর ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে এর সুদিধা ভোগ করছেন।
পার্বত্যমন্ত্রী আরো বলেন সরকারের পক্ষ হতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক সহায়তা প্রদান কর্মসুচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম জাহাঙ্গীর চেয়ারম্যান বান্দরবান সদর উপজেলা পরিষদ।
এছাড়াও অনুষ্ঠানে বান্দরবান পুলিশের উর্ধতন কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা, ইউ.পি চেয়ারম্যান, মেম্বারগন ও উপস্থিত ছিলেন।