রাজস্থলী প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্হলী উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের সাথে চন্দ্রঘোনা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চন্দ্রঘোনা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার।
সভায় গ্রাম পুলিশ সদস্যদের করণীয় ও ইউপি নির্বাচনকে সুন্দর করার লক্ষ্যে আলোচনার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাজে আরো সক্রিয় সহযোগিতায় বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।
সভায় স্থানীয় সাংবাদিক ও রাজস্হলী উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।
















