রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীতে আসন্ন ইউপি নির্বাচনে সেনাবাহিনী টিম কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। সকলে সর্তকতার সাথে নির্বাচনের প্রচারণা করুন।
সোমবার সকালে সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল রাজস্হলী উপজেলার ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তা, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিযে জোন সদর দপ্তরে মতবিনিময়কালে ৫৬ ইস্ট বেঙ্গলের উপ- অধিনায়ক মেজর মো. লতিফুল বারী একথা বলেন।
তিনি আরোও বলেন, আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা জোনের টিম থাকবে। সকলে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারবেন।
এইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাজমুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং, অফিসার উৎপল বড়ুয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও মতবিনিময় সভায় চেয়ারম্যান, মেম্বার প্রার্থী ও বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।
















