পটিয়া প্রতিনিধি: পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যা যজ্ঞের নজির নেই বললেই চলে; যেখানে একজন ফুলের মত নিষ্পাপ শিশুকেও হত্যাকারীরা রেহাই দেয়নি। রাষ্ট্রীয় ভাবে শেখ রাসেলের জন্মদিন পালনের কারণে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে জাতির পিতার কনিষ্ট সন্তানটিও কি নির্মমতার শিকার পঁচাত্তরের আগষ্টে।আগামী প্রজন্ম জানতে পারবে এদেশকে পিছিয়ে দিতে একাত্তরের পরাজিত শক্তি কি নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল।
শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) সকালে পটিয়া কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক।
সকালে শেখ রাসেলের দেয়ালিকা এবং প্রতিকৃতি উন্মোচন করে কলেজের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর দোয়া মাহফিল শেষে কলেজ অডিটোরিয়ামে শেখ রাসেল জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক কাজী দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
















