সংবাদদাতা, সীতাকুণ্ড : ইসলাম অর্থ হচ্ছে শান্তি। ইসলামে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, উগ্রবাদের কোন স্থান নেই। যারা প্রকৃত পক্ষে ইসলামী শিক্ষায় শিক্ষিত তারা কখনোই অন্য ধর্মাবলম্বী কিংবা তাদের উপসনালয় অথবা বাড়ি ঘরে হামলা চালাতে পারেন না। বরং অন্য ধর্মের মানুষকে আমানত হিসেবে সযত্নে রাখাই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই কোন মুসলমান সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতে পারেন না। যারা নিজেই নিজ ধর্ম ইসলামের চর্চা করেন না তারাই ধর্মের নামে বাড়াবাড়ি করে নিজেদেরকে বিতর্কিত করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত মানব বন্ধন ও সম্প্রীতি সমাবেশে’- বক্তারা এসব কথা বলেন।
সীতাকুণ্ড পৌরসদরে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে মোট ২৭টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের আহবায়ক সুরাইয়া বাকের, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত উল্যাহ, সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন, উপজেলা জাপা সভাপতি রেজাউল করিম বাহার, আ’লীগ নেতা এস.এম রেজাউল করিম বাহার, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের মহারাজ শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী, বাড়বকুণ্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘকীর্তি ভিক্ষু, পৌরসদর পূজা কমিটির সভাপতি সুজিত পাল, ইপসা সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে যেসব সংগঠন অংশগ্রহন করেছে তারা হলো ইপসা-রেডিও সাগর গিরি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সীতাকুণ্ড পৌর পূজা উদযাপন পরিষদ, মাতৃভূমি সামাজিক সংগঠন, মেঘমল্লার খেলাঘর আসর, সুরাঙ্গন খেলাঘর আসর, সীতাকুণ্ড মহালয়া উপজেলা পরিষদ, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ, মধ্যম মহাদেবপুর সার্বজনীন পুজা উদযাপন, ভোলানন্দ গিরি গীতা শিক্ষা কেন্দ্র, সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদ, বারামখানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মুকুল সঙ্গীত নিকেতন, লোকনাথ সঙ্গীতাঙ্গন, জাগো হিন্দু পরিষদ, জাগো হিন্দু পরিষদ (জেএইচপি), সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব সীতাকুণ্ড, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ, সনাতন বিদ্যার্থী সংঘ, সীতাকুণ্ড হিন্দু পরিষদ, লিও ক্লাব সীতাকুণ্ড, শৈলী, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি,স্বপ্ন সারথি সামাজিক সংগঠন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক), সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদ, সৈকত গিরি, বারৈয়াপাড়া পূজা উদযাপন পরিষদ, সীতাকুণ্ড সনাতন বিদ্যার্থী সংঘ, সীতাকুণ্ড হিন্দু পরিষদ, সীতাকুণ্ড বেসরকারি হাসপাতাল পরিষদ।
















