চাইথোয়াইমং মারমা, রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্থলীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চন্দ্রঘোনা থানা পুলিশের আয়োজনে উপজেলার বাংগালহালিয়া ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ।
এ সময় তিনি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার, স্হানীয় ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
এছাড়াও এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
















