রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ছয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. এনায়েত হোসেন জানান, দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
















