চট্টগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আজ বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকার চট্টগ্রাম-হাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন মো. রুবেল ও নাসির উদ্দিন। তাঁরা ডেকোরেশন শ্রমিক ছিলেন। রুবেলের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায়। নাসিরের বাড়ি একই উপজেলার মদন হাট এলাকায়।
আহত ব্যক্তির নাম দিলীপ কুমার। তাঁর বাড়ি হাটহাজারীর ভবানীপুরে। তিনিও ডেকোরেশন শ্রমিক। দিলীপ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রুবেল ও নাসিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দিলীপকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট–সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী সড়কের এক পাশে একটি মিনি ট্রাকে মালামাল তুলছিলেন তিন ডেকোরেশন শ্রমিক।
এ সময় ফটিকছড়ির নাজিরহাট থেকে আসা দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এ সময় তিন শ্রমিক গুরুতর আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, যে বাসটি তিন শ্রমিককে ধাক্কা দিয়েছে, সেটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















