স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পন্ডিতকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২২ বছর বয়সী মাসকুড়া বেগম ও তার এক বছরের ছেলে বোরহান । তারা একই গ্রামের ড্রেম্পার চালক বেলালের স্ত্রী ও সন্তান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসকুড়া বেগম সকালে বাড়ির পাশে পুকুরে ছেলেকে গোসল করাতে নিয়ে যান। এই সময় তার শিশুপুত্র বোরহান তার খুল থেকে এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানা মা মাসকুড়া বেগম তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিলে মা-ছেলে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়।
পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্হানীয় ইউপি সদস্য মো.কামাল বিষয়টি নিশ্চিত করছেন।
বাঁশখালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, স্থানীয়রা মা ও ছেলেকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















