নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক তরুণীকে আটকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষণের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার(১৬ অক্টোবর) রাতে উপজেলার উত্তর বন্দর এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃতরা হলেন – আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের মো.এনাম(২৫) ও লোহাগাড়া উপজেরারপূর্ব হাজারবিঘা গ্রামের শহিদুল ইসলাম(৩২)। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ধর্ষীতার পিতা জানায়, শনিবার সকালে অভিযুক্ত এনাম তার মেয়ের কাছে মুঠোফোনে কল করে আনোয়ারা কেইপিজেডে চাকরীর ইন্টারভিউর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় মেয়ে বাড়ী ফিরে না যাওয়ায় মেয়েকে খোঁজতে বের হই। রাতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমসহ স্থানীয় লোক জনের সহায়তায় উত্তর বন্দর এলাকায় অভিযুক্ত শহীদুলের ভাড়া বাসা থেকে মেয়েকে উদ্ধার করা হয়। এসময় মেয়ের স্বীকারোক্তিতে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা ধর্ষক এনাম ও শহীদুলকে আটক করে। পরে কর্ণফুলী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, চাকরীর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে এনাম ও শহীদুল নামে ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
















