চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদের টাউন হল রুমে উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়। এরপর বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারের স্মরণে এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি, ঘৃণ্য ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেই দিন ঘাতকদের এই নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল।
প্রধান অতিথি আরোও বলেন শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে চিত্রাঅংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারের প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
















