ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
(১৮ অক্টোবর) সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।
একই সময়ে কেক কেটে শহিদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করেন মাটিরাঙ্গা উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.আলাউদ্দিন লিটনের সঞ্চালনায়,মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোরশেদ খান ,বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কান্ত মণি ত্রিপুরা, পৌর ছাত্রলীগ আব্দুর রাজ্জাক, উপজেলা শেখ রাসেল সৃতি সংসদের সহ-সভাপতি আব্দুল হাই সৌরভ প্রমুখ।
সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা শেখ রাসেল সৃতি সংসদের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
















