আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে দলটির মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়।
পরবর্তীতে দলের ধানমন্ডি কার্যালয় থেকে চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরইমধ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন রয়েছে। মাটিরাঙ্গা উপজেলার ১ নং তাইন্দং ইউনিয়নে পেয়ার আহাম্মদ মজুমদার, ২ নং তবলছড়ি ইউনিয়নে নুর মোহাম্মদ, ৩ নং বড়নাল ইউনিয়নে ইউনুছ মিয়া, ৪নং গোমতী ইউনিয়নে তফাজ্জল হোসেন, ৫ নং বেলছড়ি ইউনিয়নে রহমত উল্লাহ, ৬ নং মাটিরাঙ্গা ইউনিয়নে হেমেন্দ্র ত্রিপুরা, ৭ নং আমতলী ইউনিয়নে আবদুল গনি।
মাটিরাঙ্গা উপজেলায় ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ পাঁচ জন।
এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ৭টি ইউপিতে কিছু নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা আশাবাদী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এলাকাবাসী।
















