ফারুক হোসেন, মাটিরাঙ্গা: দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতী মানুষ এক হও, এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলের দিকে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ হারুন মিয়া’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক (নৌকা)র পক্ষে সকলে কাঁদেকাদ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
















