বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ শাখার নব-গঠিত ২০২১-২৩ পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্টান সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টচার্য, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। যুগ্ম সম্পাদক কৃঞ্চ চক্রবর্ত্তী ও সত্যপদ তালুকদার বাবলার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, বক্তব্য রাখেন সাবেক সভাপতি অরুপ রতন চক্রবর্তী, উৎপল রক্ষিত, এড. কবি শেখর নাথ, ডা. কাজল বৈদ্য, বিজয় কৃষ্ণ ধর, বিষ্ণু যশা চক্রবর্তী, সমিরণ দাশ তপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুৃল মালেক রানা, কায়ছার উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক, ভবশংকর ধর, বিকাশ চন্দ্র দে, অলক কুমার দে, সৈকত দাশ ইমন, রূপক ঘোষ, কুমার রায় চৌধুরী, সুনীল দে, বাবু দাশ বাবলা, সৌরভ দাশ শুভ্র, রত্নজিত ধর, সাধন রুদ্র, সুবল দেব, সুশান্ত চক্রবর্তী, গোপাল কৃষ্ণ ঘোষ, শ্রীদুল আচার্য, মিল্টন মহাজন, এড. সনত সিনহা, দেবু দাশ, শিমু পাল, মৃণাল কান্তি ধর মিঠু, অজিত ব্যানার্জী, রুপন সুশীল, বাপ্পী ধর, নিবাস নাথ, পলাশ চৌধুরী, সুলাল মিত্র, সুনিল দাশ, প্রিয়ব্রত গোস্বামী তনু, শিমুল পাল, সঞ্জয় দাশ, রাজীব দাশ, প্রকাশ ঘোষ, অজিত দে, সুদীপ্ত সিকদার, রুবেল দাশ, পলাশ দেব, শয়ন শীল, পলাশ ভট্টাচার্য, অভিলাশ চৌধুরী , সুজন বিশ্বাস, সুজন দত্ত, সাধন নাথ প্রমুখ।
















