রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক সরঞ্জাম ও ক্রীড়া সমগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর রেস্ট হাউজ হলরুমে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব সরঞ্জাম বিতরণ করেন।
বিতরণের সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,সহসভাপতি সুকুমার চক্রবর্তী,যুগ্ন সম্পাদক শুভাশীষ কর্মকার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা।এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ঊষামং মার্মা ও সাধারণ সম্পাদক মো. ইসহাক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়া(ঝন্টু)।
সরঞ্জামের মধ্যে ছিল হারমুনিয়াম, তবলা, ফুটবল, ভলিবলসহ অন্যান্য সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী।
















