বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বিজিবি’র মাদক বিরোধী পৃথক অভিযানে শনিবার ২৭ আগস্ট দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুরিয়াছড়ি টেকপাড়া এলাকার একটি দেশীয় তৈরী পিস্তল ও ৭শ ৮০পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি, মোঃ নজরুল ইসলাম(৪৮), মোঃ আবু তাহের( ৫৩), সে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার বক্তার আহমদ ও মনু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ভাবে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি, পরে জারুরিয়া ছড়ি টেকপাড়া এলাকায় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ইয়াবার মুল্য আনুমানিক ২ লক্ষ ৩৪ হাজার টাকা।
আটককৃত আবু তাহেরকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় এবং নজরুল ইসলামকে অস্ত্রসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
















