রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ও কৃষকদের মাঝে কৃষি সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০শে আগস্ট) দিনব্যাপী উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফলজ, বনজ ও ঔষাধি চারা রোপণ করেন। পরে স্থানীয়দের মাঝে প্রায় ৫০০ চারা বিতরণ করা হয়।
এর আগে সকালে দক্ষিণ জেলা আওয়ামিলীগের প্রভাবশালী নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাইলধর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার সাবেক ছাত্র নেতা সেলিম উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্র নেতা ফরিদুল আলম চৌধুরী, ভূমি কর্মচারী নাছির উদ্দিন, দুবাই আওয়ামী যুবলীগের সহসভাপতি দুবাই উত্তর আমিরাত আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম করিম, আবাহনী ক্লাবে উপদেষ্টা আজিজ, যুবলীগ নেতা শফি, লোকমান, শাহাদত ও নাজিমসহ প্রমূখ।
















