মো. আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি: বানিজ্যিক নয়, সামাজিক সেবার প্রত্যয়” নিয়ে চন্দনাইশে যাত্রা শুরু হলো আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টার।
আজ (২০) আগষ্ট বিকালে উপজেলা রেল ষ্টেশন সংলগ্ন বাদামতল এলাকায় আল-শাকরা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জোয়ারা ২নং ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন।
স্বাগত বক্তব্য রাখেন আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শামশুল আলম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ যুবলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দিন, বাদামতল ব্যবসায়ী সমিতির সভাপতি মো.জাকের হোসেন চৌধুরী, ইউপি মেম্বার মো.সরোয়ার, আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক মো.সেলিম উদ্দিন, মো.আফনান ইসলাম।
জোয়ার ইউপি মেম্বার ও যুবলীগ নেতা মো.সেলিম ও যুবলীগ নেতা মো.জহির উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা.মহিউদ্দিন, মাষ্টার জাফর আহমদসহ চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বলেন,চন্দনাইশ উপজেলা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে একটি অন্যতম উপজেলা। কিন্তু এখানে ভালো উন্নত মানের হাসপাতাল না থাকায়, সত্যিই দুঃখজনক একটা ব্যাপার। এখানে সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বসবাস।
এমতাবস্তায় আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, সত্যি একটা ভালো খবর। তবে আমরা আশা করি এ সেন্টারটি যেন বানিজ্যিক ভাবে পরিচালিত না হয়ে, সামাজিক ভাবে মানুষের সেবায় প্রচালিত হয়। তবেই এর সুফল জনসাধারণ সহ সকলে ভোগ করতে পারবে।
















