জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্ণফুলীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ আগষ্ট) সকালে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা জামেয়া আজিজিয়া রজভীয়া মাদ্রাসার হল রুমে আমরা ক,জন মুজিব সেনা কর্ণফুলী শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মনির উদ্দিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আমরা ক,জন মুজিব সেনার আহবায়ক মোঃ ওয়াজ উদ্দিন আজাদ,চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এস,এম,জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে হায়দার আলী রনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে খুনিরা চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ ও স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলতে। এই দেশবিরোধী অপশক্তি এখনও সক্রিয়। এরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি চায় না। বঙ্গবন্ধু আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। তিনি চেয়েছিলেন একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করে এগুতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা ক’জন মুজিব সেনার কর্ণফুলী শাখার সহ-সভাপতি মোঃ রমজান আলী,মোঃ ওসমান হায়দার, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল করিম, প্রচার সম্পাদক মোঃ সিহাব শরিফ উপ অর্থ সম্পাদক মোঃ ইকবাল শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর বাদশা, ইউনিয়ন নেতা মোঃ আতিক চৌধুরী, মোঃ মহিউদ্দিন, মোঃ তানভীর সহ প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ছাদেক রেজভী আলকাদেরী।
















