চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার ১৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফারুক চৌধুরী বলেন, “১৫ আগস্ট শুধু শোক দিবস নয়। জগত বিখ্যাত যে মহান নেতা না হলে বাংলাদেশের জন্ম হতোনা সে নেতার স্মরণে বাঙ্গালীর একটি শোকাহত দিন।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি, দেশের বিরুদ্ধে যারা গুজব আর চক্রান্তে লিপ্ত তাদের প্রতিহত করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্ন “সোনার বাংলাদেশ” গড়তে সকলে এক হয়ে দেশকে এগিয়ে নিই। এটাই যেন প্রত্যাশা হোক সকলের”।
সকাল হতে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন,শোক র্যালি, মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বৃক্ষরোপন, মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, শোক শোভাযাত্রা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার সভাপতিত্বে এসিল্যান্ড শিরিন আক্তারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত দুলাল মাহমুদ,মুক্তিযোদ্ধা এম ইসলাম সহ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।
এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
















