ইতিহাস বিকৃতি, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। কারণ বঙ্গবন্ধু, বাঙালির মুক্তিসংগ্রাম,স্বাধীন বাংলাদেশ একই সুত্রে গাঁথা। বাঙালির হাজার বছরের মুক্তিসংগ্রামের পূর্ণতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। তাই বঙ্গবন্ধু চিরঞ্জীব বাঙালির হৃদয়ে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় বোর্ড মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা করে খুনিচক্র চেয়েছিল এদেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে স্তব্ধ করে দিতে,
কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দ্বারপ্রান্তে। খুনিচক্রের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলির সভাপতিত্বে ও উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সচিব প্রফেসর আবদুল আলীম,পরীক্ষা নিয়ন্ত্রক জনাব নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক, উপপরিচালক( হিসাব) তাওয়ারিকআলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অমল কান্তি বড়ুয়া,সেকশন অফিসার গাজী আবদুল কাইয়ুম, উচ্চমান সহকারী আবু ফজল মোহাম্মদ সেলিম,অফিস সহকারী কাজী রুম্মান উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসের আত্মপরিচয়ের প্রতীক। এই মহান নেতার আদর্শ ধারন
করে দেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে। সকাল ৯ টায় বোর্ড চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















