চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৫ মাস বয়সী শিশু পুত্র সন্তানকে দোলনায় রেখে, গলায় ওড়না পেঁচিয়ে ইসকান্দর(২৪) ও তাঁর স্ত্রী রুমা আক্তার(২২) নামে
এক দম্পত্তির আত্মহত্যা হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার(১৩আগষ্ট)রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুরমাইকুল এলাকার এ-ঘটনা ঘটে। নিহত মো.ইসকান্দর এলাকার শাহ আলমের ছেলে।
জানা যায় গত তিনদিন আগে গত ১০ আগস্ট কাতার থেকে দেশে ফিরেছে। শুক্রবার সন্ধ্যার দিকে নাতিকে নিয়ে উঠানে খেলা করছিল নিহত ইসকান্দরের মা। ছেলের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখিন তারা দু’জনেই ফাঁসিতে ঝুলে আছে। পরে এলাকার মানুষজন ডেকে দরজা ভেঙে তাদের ফাঁসি থেকে নামানো হয়।
উল্লেখ গত দুই বছর আগে ইসকান্দরের সাথে রুমা আক্তারের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ১৫ মাস বয়সী এক ছেলে সন্তানও রয়েছে। ইসকান্দর কাতার প্রবাসী ছিল। গত ১০ আগস্ট সে দেশে ফিরেছে। এদিকে স্বামী-স্ত্রীর এমন আকষ্মীক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।
















