গাউসিয়া কমিটিকে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন জোনাকী ফাউন্ডেশন’।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার শোলকাটা কাদেরিয়া ছৈয়াদিয়া তৈয়বিয়া তাহেরিয়া খানকা কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা শাখার সহ-সভাপতি মাওলানা ফজল করিম ও সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরীর কাছে এই সিলিন্ডার গুলো হস্তান্তর করেন জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা শাখার দপ্তর সম্পাদক এমদাদুল হক বকুল জোনাকী ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম, মু.রিফাত মিয়া, কলিম উদ্দিন, আরশাদ শুভ, জুয়েল রানা, জাবেদুল ইসলাম প্রমুখ।
















