চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্রোতের তোড়ে সাম্পান উল্টে পানিতে ডুবেছে ১১ যাত্রী। এর মধ্যে হাসপাতালে আনার পর এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় নগরীর বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করছেন সদরঘাট নৌ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী।
নিহত যাত্রী কর্ণফুলী উপজেলার ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী লায়লা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় মাঝি মোহাম্মদ ইলিয়াছ তার সাম্পান নিয়ে বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ে আসছিল। এসময় স্রোতের তোড়ে এমবি কেবলাতাইন ১৬ নামের এক জাহাজের ধাক্কায় উল্টে যায় সাম্পানটি। এতে সাম্পানে থাকা ১১ যাত্রী পানিতে পড়ে যায়। এর মধ্যে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই নিউটন দাশ বলেন, ‘নৌ দুর্ঘটনায় একজন নারী মৃত্যুবরণ করেছেন। একই নৌকায় তার স্বামী আমির হোসেনও ছিলেন। তবে মাঝিসহ তাদের ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও তার স্ত্রী ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
ঠিক কি কারণে সাম্পানটি দুর্ঘটনার স্বীকার হয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।
















