বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ফাইলিংয়ের গর্তে নিখোঁজ চীনা শ্রমিক জি কুইনজেনের মৃতদেহ পাওয়া গেছে।
আজ (১২আগস্ট) বৃহস্পতিবার, সকাল ৮টার দিকে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাশে একটি গর্তে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। একদিন আগে কাজ করা অবস্থায় নিখোঁজ হন চীনা শ্রমিক কুইনজেন।
নিহত জি কুইনজেন পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ-ঠিকাদার সিপিপি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরের খাবার বিরতিতে ওই শ্রমিককে দেখতে না পেয়ে এক নিরাপত্তা কর্মী তাদের ইনচার্জকে জানায়। পরে তিনি দুপুর ২টার দিকে পুলিশ ক্যাম্পে জানালে পুলিশকে সঙ্গে নিয়ে অন্যান্য চীনা শ্রমিকরা তাকে খুঁজতে শুরু করে। তাকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজেও পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহ আজ বৃহস্পতিবার সকালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাশের পুকুর উদ্ধার করা হয়েছে।তবে মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
















